চুরির অপবাদ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ। অভিযোগ বারুইপুরের এক আশ্রমের বিরুদ্ধে। মৃত সপ্তম শ্রেণির ছাত্র। নাম পবিত্র সর্দার। এই ঘটনায় বারুইপুর থানায় খুনের অভিযোগ দায়ের। যদিও ঘটনার কথা অস্বীকার করেছে আশ্রম কর্তৃপক্ষ। মৃত ছাত্রের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার গরমের ছুটিতে বারুইপুরে মামার বাড়িতে গিয়েছিল পবিত্র।
বাড়ির লোকেদের অভিযোগ, মামার বাড়ির পাশের এই আশ্রমে সকালে একবার গিয়েছিল সপ্তম শ্রেণির এই ছাত্র। রাতে তাকে ফের আশ্রমে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ উঠছে। জানা গিয়েছে, বুধবার আশ্রমের মধ্যে থেকেই পবিত্র রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এলাকাবাসীর সন্দেহ, সপ্তম শ্রেণির ওই ছাত্রকে পিটিয়ে খুন করা হয়েছে।
কারণ, দেহ উদ্ধারের সময় ছেলেটির হাত বাধা অবস্থায় পাওয়া গিয়েছে। ক্যামেরার সামনে ঘটনার কথা অস্বীকার করেছেন ওই আশ্রমের প্রধান। যদিও পাড়ার লোকেদের অভিযোগ, এই আশ্রমে অনেক অসাধু কাজ চলে। হয়তো সেই কাজ দেখে ফেলেছিল সপ্তম শ্রেণির ওই ছাত্র। যার ফলেই ওই ছাত্রের উপর চুরির মিথ্যা অপবাদ দেওয়া হয় বলে স্থানীয়দের দাবি।
এই ঘটনায় ওই আশ্রমের প্রধানের কড়া শাস্তি দাবি করেছে পবিত্রর পরিবার। ইতিমধ্যেই বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।