বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভ। দু'পক্ষের ধস্তাধস্তির জেরে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। ঘটনাস্থলে বিরাট পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর জেরে রেখা পাত্রের লোকসভা নির্বাচনের প্রচারও ভণ্ডুল হয়ে যায়।
মঙ্গলবার সকাল ৯টা নাগাদ খড়িডাঙায় আহত বিজেপি কর্মীর বাড়িতে যান রেখা। সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার। রেখাদের দেখে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রেখাদের আটকে বিক্ষোভ গ্রামবাসীদের। রেখার অভিযোগ, বিক্ষোভকারীরা সবাই তৃণমূলের লোক। বিক্ষোভকারীদের সঙ্গে তরজায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকরাও। হাতাহাতির পরিস্থিতিও তৈরি হয়।
গত শনিবার বসিরহাটের রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের খড়িডাঙা এলাকায় বিজেপির দেওয়াল লিখনকে কেন্দ্র করে মারামারি হয় দুই দলের কর্মীদের। এই ঘটনায় কালিদাস বাছার নামে এক বিজেপি কর্মী আহত হন। আহত ওই কর্মীর বাড়িতেই মঙ্গলবার আসেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র।