ভোট পরবর্তী হিংসা যেন থামার নাম করছে না রাজ্যে। একের পর এক মৃত্যুর খবর মিলেছে জেলায় জেলায়। এবার নন্দীগ্রামে এক মহিলাকে গাছে বেঁধে মারার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, ভেকুটিয়ায় তৃণমূল করার অপরাধে মহিলাকে গাছে বেঁধে মারা হয়। পরে পুলিশ এসে মহিলাকে উদ্ধার করে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ভিডিওর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।
WB Panchayet Election: নদিয়ায় ১৫ বছরের তৃণমূলের শক্ত ঘাঁটি দখল, আনন্দে মস্তকমুণ্ডন বিজেপি কর্মী-সমর্থকদের
এই ঘটনার তীব্র বিরোধিতা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করেছেন তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। তাঁর কথায় ," নন্দীগ্রামের ভেকুটিয়ায় তৃণমূল করার অপরাধে এক মহিলাকে এভাবেই গাছে বেঁধে অত্যাচার চালাল বিজেপি। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
এলাকায় সামান্য দুই একটা পঞ্চায়েত জিতে যারা এই স্তরে সন্ত্রাস চালাতে পারে, বাংলার অন্যান্য প্রান্তে শক্তিবৃদ্ধি হলে তাদের বাংলাকে মনিপুর বানাতে যে বেশি সময় লাগবে না, তা বারংবার স্পষ্ট হয়ে যাচ্ছে।"