উপাচার্যের ইস্তফার দাবিতে গত কয়েকদিন ধরেই উত্তাল বিশ্বভারতী (Visva Bharati)। বিক্ষোভরত পড়ুয়াদের দাবি, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর কাছে কয়েক দফা দাবি নিয়ে যাওয়া হলে উপাচার্য তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের পড়ুয়াদের লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দেন। এবার উপাচার্যের বাড়ির সামনে বিক্ষোভরত ছাত্রীর চুলের মুঠি ধরে মারধরের অভিযোগ উঠল উপাচার্যের নিরাপত্তারক্ষী বিরুদ্ধে।
আরও পড়ুন : বিশ্বভারতীর মাঠে পৌষমেলা নয়, মঙ্গলবার সাফ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট
মঙ্গলবার এই ঘটনায় ফের একবার ফুঁসে উঠল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা৷ এছাড়াও নিরাপত্তারক্ষী সঙ্গে ছাত্রছাত্রীদের ধস্তাধস্তি হয় বলে অভিযোগ। বর্তমান উপাচার্যের পদত্যাগ না করা পর্যন্ত ঘেরাও চলবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। ছাত্র-ছাত্রীদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে উপাচার্য নানা বেনিয়ম করে চলেছেন বিশ্বভারতীতে। উপাচার্যের পদত্যাগ চেয়ে গত ১৪ দিন ধরেই এই আন্দোলন চালাচ্ছেন পড়ুয়ারা৷