বিজ্ঞাপনী হোর্ডিংয়ে থাকা QR কোড স্ক্যান করলেই বাড়ছে বিপদ। অ্য়াকাউন্ট থেকে কেটে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। এমনই অভিযোগ করেছেন অনেকেই। বিষয়টি নিয়ে চিন্তিত লালবাজারও। টাকা কেটে নেওয়ার পাশাপাশি ঋণের জালেও জড়িয়ে পড়ছেন অনেকেই।
কী অভিযোগ উঠেছে?
আনন্দবাজার অনলাইনে প্রকাশিত এই সংক্রান্ত একটি প্রতিবেদনে জানানো হয়েছে, বাগুইআটির এক বাসিন্দা অভিযোগ করেছেন একটি বিজ্ঞাপনী হোর্ডিং দেখে সেখানে থাকা QR কোড স্ক্যান করেছিলেন তিনি। এবং তারপর তাঁর সোশ্যাল মিডিয়া অ্য়াকাউন্ট হ্যাক হয়। শুধু তাই নয় ডায়মন্ড হারবারের এক বাসিন্দার অভিযোগ, QR কোড স্ক্যান করার পরেই তাঁর অ্য়াকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়।
লালবাজারের পদক্ষেপ
এবিষয়ে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, প্রতারণার বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে। ইতিমধ্যে একাধিক বিজ্ঞাপন সংস্থার সঙ্গে তাদের আলোচনা চলছে। যে যে সংস্থার বিজ্ঞাপনে প্রতারণা হয়েছে তাদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।