বিশ্বভারতীর অধ্যাপকের বিরুদ্ধে শারীরিক এবং মানসিক নির্যাতন এবং প্রতারণার অভিযোগ গবেষকের। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিনয় ভবনের এডুকেশন বিভাগের অধ্যাপক রাজর্ষি রায়ের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। একাধিকবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই বিষয়ে জানানো হলেও নাকি মেলেনি সুরাহা।
Gold and Silver Price: শুক্রবার হাত পুড়ছে সোনা রুপোয়, কলকাতার বাজারে আজকের দর কত?
গবেষকের অভিযোগ, ২০১৫ সালে পিএইচডি করতে বিশ্বভারতীর বিনয় ভবনে ভর্তি হন তিনি। বর্তমানে তিনি অধ্যাপনা করছেন। তিনি জানান, উচ্চ শিক্ষায় সহায়তা পেতে গাইড হিসেবে রাজর্ষি রায় বলে অভিযুক্ত অধ্যাপককে অনুরোধ করেন নির্যাতিতা। তাঁর বিনিময়ে অশালীন দাবির সম্মুখীন হন বলে অভিযোগ। এছাড়াও গভীর রাতে ভিডিয়ো কল, ফোন করে উত্যক্ত করার অভিযোগ তোলেন মহিলা। শারীরিক হেনস্থার অভিযোগও তোলেন অধ্যাপকের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে গবেষিকার জীবন নষ্ট করে দেবেন বলেও ওই অধ্যাপক হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। বিশ্বভারতী কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি এবং এ বিষয়ে অভিযোগকারীনিকে কোন কিছুই জানানো হয়নি। বাধ্য হয়েই বৃহস্পতিবার থানার দ্বারস্থ হন গবেষক।