শিক্ষকের পর এবার নার্স নিয়োগে (Nursing staff recruitment) ব্যাপক দুর্নীতির (Recruitment scam in West Bengal) অভিযোগ। সরকারি হাসপাতালে নার্স নিয়োগে অনিয়মের অভিযোগে সোমবার স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন শুরু হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের। নামানো হয় ব়্যাফ।
আন্দোলনকারীদের অভিযোগ, করোনা অতিমারীর সময় তাঁরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে কাজ করেছেন। সরকারের তরফে সরকারি হাসপাতালে নিয়োগের ক্ষেত্রে তাঁদের অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু ২০ মে যে প্যানেল প্রকাশিত হয়েছে, তাতে ২০১৮, ২০১৯ এবং ২০২০ সালের কোনও প্রার্থীর নাম নেই। যাঁদের নাম রয়েছে তাঁরা সবাই ২০২১ সালে নার্সিং ডিগ্রি প্রাপ্ত প্রার্থী। তাছাড়া অনেকের রেজিস্ট্রেশন না থাকলেও প্যানেলে নাম আছে। এমনকী অসংরক্ষিত আসনে সংরক্ষিত প্রার্থীদের নেওয়া হয়েছে। সোমবার এই সমস্ত অভিযোগে স্বাস্থ্য ভবনের সামনে তুমুল বিক্ষোভ শুরু করেন প্রায় ৩০০ জন।
পুলিশ আন্দোলনকারীদের সরাতে গেলে ধস্তাধস্তি হয়। কয়েক জনকে পুলিশ ভ্যানে তুলতে গেলে বাকিরা তাঁদের পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়। এরপর আন্দোলনকারীদের তরফে চার জন প্রতিনিধি সরকারি আধিকারিকদের সঙ্গে দেখা করতে যান। কিন্তু বৈঠকে কোনও সমাধানসূত্র মেলেনি বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।