দুয়ারে পঞ্চায়েত ভোট। মনোনয়ন পর্ব শেষ হওয়ার পর এখন চলছে জোরদার প্রচার। এবার অভিযোগ উত্তর ২৪ পরগণার বিলকান্দা ২ নং পঞ্চায়েতের ২১৯ নম্বর বাম প্রার্থী ও বাম কর্মীরা প্রচার সেরে ফেরার পথে আক্রান্ত দুষ্কৃতীদের হাতে৷ প্রচার সেরে ফেরার পথে মুরাগাছা পার্টি অফিস থেকে বেরচ্ছিলেন মৃত্যুঞ্জয় কুড়ি ও কুতুবউদ্দিন মন্ডল। অভিযোগ তখনই তাঁদের উপর মুখ ঢাকা অবস্থায় হামলা করে।
বামপ্রার্থীর অভিযোগের আঙুল শাসক দলের দিকেই। ঘটনায় নিমেষে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। নিরাপত্তা চেয়ে প্রশাসনের দ্বারস্থ হন বাম কর্মী সমর্থকেরা। দায়ের করেন লিখিত অভিযোগও। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।