ভোট মিটেছে। তারপরেও উত্তেজনা কমেনি মুর্শিদাবাদে। এবার সালারে অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। তবে এই ঘটনায় এলাকায় ব্যাপক বোমাবাজির খবর পাওয়া গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আহত হয়েছেন এক পুলিশ কর্মী।
স্থানীয়দের দাবি, সালার থানার উজুনিয়া গ্রাম ভোটের আগে থেকেই উত্তপ্ত। মূলত তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে লড়াই চলছিল। তবে শনিবার সকাল থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। সকালে প্রাক্তন ব্লক সভাপতি তথা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মহম্মদ আজাহারউদ্দিনের বাড়িতে বোমাবাজির অভিযোগ ওঠে বর্তমান ব্লক সভাপতি মোস্তাফিজুর রহমানের অনুগামীদের বিরুদ্ধে।
খবর পেয়ে, ঘটনাস্থলে যায় সালার থানার পুলিশ। ঘটনাস্থলে বোমার আঘাতে গুরুতর ভাবে আহত হয় এক পুলিশ কর্মী বলে জানা গিয়েছে। পাশাপাশি ওই এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ২৫টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশবাহিনী।