ঢাকুরিয়ার আমরিতে রোগী মৃত্যু ঘিরে চাঞ্চল্য । চিকিৎসার গাফিলতির অভিযোগ তুললেন পরিবারের লোকেরা । দফায় দফায় টাকা চাওয়া হয় বলে অভিযোগ ।
রবিবার রাতে বীথিকা বসু নামে এক রোগীকে গুরুতর অসুস্থ অবস্থায় আমরি হাসপাতালে ভর্তি করানো হয় । আজ তাঁর মৃত্যু হয় । পরিবারের তরফে জানানো হয়েছে, ভর্তির সময় রোগী ঠিকঠাক কথা বলছিলেন । হাসপাতাল জানায়, বড়সড় হার্ট অ্যাটাক হয়েছে তাঁর । এরপরই তাঁকে ভর্তি করে নেয় তাঁরা । কিছুক্ষণ পরেই ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে । ইকমো সাপোর্টের জন্য পাঁচ লাখ টাকা চাওয়া হয় । কিন্তু, পরে দেখা যায় ওই মেশিন এক্সপায়ার করা মেশিন ।
ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা ছড়ায় । তবে এখনও এই নিয়ে কোনও অভিযোগ দায়ের করেনি পরিবারের লোকজন ।