চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ বরানগর গোপাল লাল ঠাকুর রোডের একটি বেসরকারি হাসপাতালে । ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। বরানগর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ৬/১ প্রিয়নাথ চক্রবর্তী লেন এলাকার বাসিন্দা পেশায় ব্যাবসায়ী জয়ন্ত কুণ্ডু (৪২) বৃহস্পতিবার রাতে বুকে ব্যথা নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন। এরপর শুক্রবার ওই ব্যক্তির মৃত্যু হয়।
পরিবারের তরফে অভিযোগ, সকাল ৯'টা অবধিও রোগী সুস্থ ছিল । এরপর ৯'টার পর থেকে আর কোনও ডাক্তার আসেনি, বারবার করে হাসপাতাল কর্তৃপক্ষকে সেই বিষয়ে জানানো হলেও কর্তৃপক্ষ তাদেরকে আশ্বস্ত করে ডাক্তারকে খবর দেওয়া হয়েছে ডাক্তার আসছে । ইতিমধ্যেই দুপুরে জয়ন্ত কুন্ডুর মৃত্যু হয় । এরপরেই ক্ষোভে ফেটে পড়েন জয়ন্ত বাবুর পরিবার।
WB Weather Update: উইকেন্ড মাটি! রবিবার কলকাতা সহ ১০ জেলায় ঝেঁপে নামবে বৃষ্টি, বইতে পারে ঝোড়ো হাওয়া
পরিবারের পক্ষ থেকে বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে ভর্তি হবার পর থেকে রোগীকে সমস্ত রকমের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে ।