বারাকপুর (Barrackpore) এলাকায় দুর্বৃত্তায়ন তিনি রুখবেন। গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের (Tmc) প্রার্থী হয়ে এই দাবি করেছিলেন টালিগঞ্জের পরিচালক (Tollywood director) রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। যদিও ভোট এবং ভোট পরবর্তী সময়ে রাজের উপর হামলার একাধিক অভিযোগ। সেই সরণিতেই এবার যোগ হল টিটাগড়ের (Titagrah) বড় মসজিদ এলাকা। মঙ্গলবার সন্ধ্যায় এখানে তৃণমূল বিধায়কের (Mla) উপর হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনায় আহত হয়েছেন বিধায়কের দেহরক্ষী।
সাধারণতন্ত্র দিবসের (Republic Day) প্রাক-সন্ধ্যায় এলাকার একটি পার্কের উদ্বোধনে হাজির হয়েছিলেন বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ও তৃণমূলের বাকি নেতারা।অভিযোগ, সেখানেই দুষ্কৃতীরা রাজ চক্রবর্তীকে আক্রমণের চেষ্টা করে। নিরাপত্তারক্ষীরা থাকায় রাজ চক্রবর্তীর কাছে পৌঁছতে পারেনি দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
আরও পড়ুন : জয়প্রকাশ-কাণ্ডে এবার বিজেপিকে খোঁচা বাবুলের, মেসি তত্ত্বে জয়প্রকাশকে সমর্থন কুণালের
ঘটনাস্থলে যান বারাকপুরের পুলিশ কমিশনার (Barrackpore police commissioner) মনোজ ভার্মা (Manoj Varma), ব্যারাকপুর পুলিশ কমিশনারে জয়েন্ট সিপি অজয় ঠাকুর ও খড়দহ থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা। পরে বিধায়ক সুবোধ অধিকারী, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, কামারহাটির বিধায়ক মদন মিত্রও (Madan Mitra) ঘটনাস্থলে যান। এ বিষয়ে রাজ বলেন, “টিটাগড়কে সুন্দর করে তোলা হচ্ছে সেটা অনেকের ভাল লাগছে না। সেই কারণে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে।” এরপরই দুষ্কৃতীদের হুঁশিয়ারি দিয়ে রাজ বলেন, “টিটাগড়কে আমি শান্ত করবই। এভাবে ভয় দেখানো যাবে না।”
পুলিশের তরফে জানানো হয়েছে, “পুরসভার তরফে পার্ক করা হয়েছে। উদ্বোধনে উত্তেজনা ছড়ায়। বিধায়ককে আক্রমণের চেষ্টা করা হয়।” জানা গিয়েছে, ওই এলাকাটি অন্ধকারাচ্ছন্ন, অপরাধজগতে জড়িতদের আনাগোনা লেগেই থাকে। ওই এলাকায় পার্ক তৈরি হওয়ায় তাঁদের সমস্যা হতে পারে। সেই কারণেই এই হামলা বলে দাবি পুলিশের। পাশাপাশি জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের দ্রুতই শনাক্ত করা হবে।