দিন কয়েক বেশ চলছিল। হঠাৎ করে শনিবার ফের বন্দেভারত এক্সপ্রেসের উপর হামলার অভিযোগ উঠল। রেল সূত্রে খবর, হাওড়ার দিকে ফেরার পথে ফরাক্কা স্টেশন ছাড়তেই ট্রেনের সি-থার্টটিন কামরার উপর ঢিল ছোড়া হয়। ফলে ওই কোচের একটি জ্বানলার কাচ ভেঙে যায়। ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। রাতে ট্রেনটি হাওড়া এলে রেল কর্তাদের সামনেই তাঁরা বিক্ষোভ দেখান। কেন বারবার এই হামলা, তা নিয়েও রাতে হাওড়া ফিরেই প্রশ্ন তোলেন যাত্রীরা।
এর আগেও রাজ্যে একাধিকবার বন্দে ভারত এক্সপ্রেসের উপরে হামলার অভিযোগ উঠেছে। উদ্বোধনের পর থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় এই ট্রেন লক্ষ করে ঢিল ছোড়া হয়েছে। নিরাপত্তা বাড়িয়েও যে কোনও কাজ হয়নি, তা প্রমাণ করল শনিবারের ফরাক্কার ঘটনা। রেল সূত্রে এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
যাত্রীদের অভিযোগ, এর আগেও তদন্তের নির্দেশই দেওয়া হয়েছিল। সেই রিপোর্টে নিরাপত্তা নিয়ে যে কী সুপারিশ তা আম নাগরিকের অজানা। ফলে রাজ্যের একমাত্র হাইস্পিড ট্রেনেও প্রাণ ভয় নিয়েই যাতায়াত করতে হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।