পঞ্চায়েতের ভোটে গুলি চালানোর অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। শনিবার ভোটের ডিউটি করার সময় নদিয়ার এই ঘটনা বলে জানা গিয়েছে। এদিন সকালে হাতিশালা অঞ্চলে ভোট বানচাল করতে একাধিক বোমা পড়ার অভিযোগ ওঠে। তার পাল্টা হিসাবে পাঁচ রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভোট বানচালে প্রায় ২০ থেকে ২৫টি বোমা ছোড়ে। তার জেরে আতঙ্ক ছড়ায় এলাকায়। ভোট দিসে বাইরে আসরে ভয় পান ভোটাররা। তাঁদের আশ্বস্ত করতেই পাল্টা গুলি চালনোর অভিযোগ করা হয়েছে।