পুজোর ভাসন ঘিরে ঝামেলা। রাজ্য়ের দুই প্রান্তে দু জনকে খুন করার অভিযোগ। এর মধ্য়ে হুগলির আরামবাগে নিহত এক কিশোর। তার নাম সাগর থান্ডার। নদিয়ায় মৃত্য়ু হয়েছে সুকুমার সাঁতরার। নদিয়ার ঘটনায় এক জন গ্রেফতার হলেও, আরামবাগার ঘটনায় অধরা দুষ্কৃতীরা।
বুধবার রাতে নাকাশিপাড়ায় মাইক বাজানোর প্রতিবাদ করেছিলেন সুকুমার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাসান শেষের পরে তারস্বরেও মাইক বাজানো হচ্ছিল। প্রথমে তার প্রতিবাদ করে ষষ্ঠী সাঁতরা নামের ওই এলাকার এক যুবক। প্রথমে ষষ্ঠীর উপর হামলা হয়। ষষ্ঠীকে বাঁচাতে এসে দুষ্কৃতীদের হাতে মৃত্যু হয় সুকুমারের।
এদিকে হুগলির আরামবাগে একটি ঘাটে দুটি ঠাকুরের বিসর্জনে ঘিরে বচসা। এই ঘটনাতেই প্রাণ হারান বছর সতেরোর কিশোর সাগর থান্ডার। এই ঘটনায় পুলিশের নিষ্ক্রয়তার অভিযোগ করেছে পরিবার। অভিযোগ অস্বীকার করেছে প্রশাসন।