একাদশ শ্রেণির ছাত্রকে স্প্রে দিয়ে অচৈতন্য করে ধর্ষণের অভিযোগ। গণধর্ষণের ঘটনাটি ঘটেছে হুগলির পোলবায়। ঘটনায় পোলবা থানায় মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিতার পরিবার সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় টিউটোরিয়াল থেকে রাত ৮ টা বাজতেও বাড়ি ফেরেনি মেয়ে। পরে নির্যাতিতার মা জানতে পারেন সেদিন পড়াই ছিল না।
Kurmi Agitation: টানা পাঁচ দিন যাত্রী ভোগান্তি, অবশেষে কুড়মিদের অবরোধ উঠল পুরুলিয়ায়
ছাত্রীর পরিবারের দাবি, এরপর ভোর ৫টা নাগাদ নিজেই সাইকেল চালিয়ে বাড়ি ফেরেন ওই ছাত্রী। তার অভিযোগ, শনিবার বাড়ি ফেরার পথে নির্জন জায়গায় তার রাস্তা আটকেছিল বিজন নামের এক যুবক, বিয়ের প্রস্তাব ও দেয় তাকে। এরপর সে রাজি না হলে, তাকে স্প্রে দিয়ে অচৈতন্য করে নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত বিজনের সঙ্গে আরো কয়েকজন যুবক ছিল। ভোরে জ্ঞান ফিরতে ছাত্রী দেখে তার সাইকেল পাশেই পড়ে যায়।