পঞ্চায়েত ভোটের আগে বীরভূমে ফের মাথাচাড়া দিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। যার জেরে শনিবার বলি হলেন এক যুবক। নিহতের নাম ফাইজুল শেখ। বালি খাদানের দখলদারিকে কেন্দ্র করেই দুই পক্ষের সংঘর্ষ বলেই স্থানীয় সূত্রে দাবি। যদিও গোষ্ঠীকোন্দলের কথা অস্বীকার করেছে শাসক দল। শনিবার স্থানীয় একটি পুকুরের পাশ থেকে উদ্ধার হয় মৃত যুবকের দেহ। তাঁর শরীরে একাধিক ক্ষত চিহ্ণ পাওয়া গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাত পর্যন্ত উত্তেজনা ছিল সিউড়ি বাঁশজোড়া গ্রামে। জখম অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বালি খাদানের দখল নিয়ে ঝামেলার সূত্রপাত বলেই অভিযোগ। গ্রামের লোকেদের দাবি, দীর্ঘদিন ধরেই এই বিবাদ চলছিল। শনিবার তা চরমে ওঠে। এলাকায় বোমাবাজি হয় বলেও অভিযোগ করা হয়েছে। এই ঘটনার পিছনে বীরভূমের দাপুটে নেতা কাজল শেখের লোকেদের হাত আছে বলেই গ্রামবাসীদের অভিযোগ।
বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ কাজল। দিন কয়েক আগে তাঁকে আসানসোল আদালতের সামনে অনুব্রতর হয়ে স্লোগান দিতে দেখা গিয়েছেল। ওয়াকিবহাল মহলের দাবি, খুনের পিছনে রয়েছে শাসকদলের গোষ্ঠী কোন্দল। এমনকী স্থানীয়রাও সাফ জানাচ্ছেন যে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে তাঁরা প্রত্যেকেই শাসকদলের সঙ্গে যুক্ত।