প্ল্যাটফর্মে বৃদ্ধা মাকে ফেলে রেখে পালিয়ে যাওয়ার অভিযোগে তোলপাড় উত্তর ২৪ পরগনার হাবরা। লাঠি হাতে বৃদ্ধাকে মঙ্গলবার সকাল থেকে প্ল্যাটফর্মে বসে থাকতে দেখে স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ হয়। তাঁরা কথা বলতেই পরিষ্কার হয়ে যায় গোটা বিষয়টি। আনুমানিক আশি বছরের ওই বৃদ্ধার বাড়ি বেহালার ঠাকুরপুকুরে বলেই খবর।
জানা গিয়েছে, বাড়ি থেকে বেরোনোর সময়ে মাকে ছেলে বলেছিল, তাঁকে আত্মীয়ের বাড়িতে নিয়ে যাবে। কিন্তু স্টেশনেই ফেলে যায় ছেলে। সমস্ত কিছু জানতে পেরে স্টেশনেই বৃদ্ধার খাওয়ার ব্যবস্থা করেন ব্যবসায়ীরা। পরে হাবরার পুরপ্রধান নারায়ণ সাহা স্টেশনে গিয়ে বৃদ্ধার সঙ্গে কথা বলেন।
আরও পড়ুন- Digha News: ভরা কোটালের জের, দীঘা-তাজপুর-শঙ্করপুরে ব্যাপক জলোচ্ছাস, সৈকতে ভিড় পর্যটকদের
বৃদ্ধাকে হাবরা পুরসভা পরিচালিত ভবঘুরেদের আশ্রয়স্থল, বিবেকানন্দ ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর থাকা-খাওয়ার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। তবে বৃদ্ধা কিছুটা অসংলগ্ন কথা বলছেন বলে স্থানীয় সূত্রের খবর। পুর কর্তৃপক্ষ তাঁর বাড়ির সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করছেন।