পুজোর আগেই রাজ্যজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গি। যা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে রাজ্যে ৯৪৪ জন বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এ সপ্তাহে বাংলায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন মোট ২ হাজার ৭৯৮ জন।
রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১১ হাজারের কাছাকাছি। আক্রান্তের সংখ্যা সর্বাধিক উত্তর ২৪ পরগনা জেলায়। এক সপ্তাহে সেই জেলায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৬১৮ জন। তার পরেই রয়েছে হাওড়া জেলা। সেখানে আক্রান্ত ৪১৯ জন। হুগলিতে ডেঙ্গি আক্রান্ত ৩৫৬ জন। মুর্শিদাবাদে ২৯০ জন। জলপাইগুড়িতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২১৪ জন। কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২৬৩ জন।
ডেঙ্গিতে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি হলেন কলকাতার নগরপাল (Kolkata police commissioner Dengue affected) বিনীত গোয়েল। চিকিৎসকরা জানান, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।
ডেঙ্গি প্রতিরোধে কড়া পদক্ষেপ নিয়েছে নবান্ন। পরিস্থিতি উদ্বেগ জনক হওয়ায় রাজ্যের সব পুরসভা ও পুরনিগমের স্বাস্থ্য বিভাগের কর্মী এবং আধিকারিকদের পুজোর ছুটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর।