রবিবার রাত থেকে অঝোরে বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় । কলকাতার একাধিক এলাকায় দাঁড়িয়ে গিয়েছে হাঁটু জল। হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত বামনগাছি বি রোড এলাকাও জলমগ্ন।
একাধিক এলাকায় উপরে গিয়েছে গাছ, নিত্য যাত্রীদের চলাচলে ভোগান্তি বাড়ছে ক্রমেই। বন্ধ এলাকার সমস্ত দোকানপাট। বৃষ্টি মাথায় নিয়েই রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছেন এলাকাবাসী।
উল্লেখ্য, দুপুর দুটো থেকে গঙ্গা বরাবর লক গেট গুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জেরে শহরের এলাকাগুলি থেকে জল নামানো বেশ সময়সাপেক্ষ হবে বলেই আশঙ্কা পুরসভার। গেট খোলার কথা আবার রাত সাড়ে দশটায়। পুরোদমে উদ্ধার কাজ, এবং বিপর্যয় মোকাবিলার কাজ চালিয়ে যাচ্ছে কলকাতা পুরসভা।