এত ভঙ্গ বঙ্গদেশ, তবু রঙ্গে ভরা। শুধু আলুরদমের জন্য একটা আস্ত মেলা! শুনতে আশ্চর্য লাগলেও বর্ণে বর্ণে সত্যি। হুগলির জাঙ্গিপাড়া থানার রাজবলহাট গ্রাম পঞ্চায়েতের জান্দা গ্রামে মেলার প্রধান আকর্ষণ হল আলুরদম ও মুড়ি। মেলাজুড়ে সারিবদ্ধ আলুরদমের দোকান।
মাত্র একদিনের মেলা। প্রায় দু’শো-আড়াইশো বছরের পুরনো সেই মেলা পরিচিত সম্প্রীতির মেলা হিসাবে। মেলার এক দিকে চলে পীরের মাজারে মুসলিম ধর্মালম্বীদের প্রার্থনা। অন্য দিকে, দেবী গঙ্গার আরাধনা।
Ram Lalla: ১৮ তারিখ মন্দিরের গর্ভগৃহে 'রাম লালা'র প্রতিষ্ঠা, অনুষ্ঠান সূচি প্রকাশ করল ট্রাস্ট
জান্দা গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে দামোদর নদ। মকর সংক্রান্তিতে দামোদরে পূণ্যস্নান সেরে দলে দলে মানুষ প্রথম খাবার হিসাবে নতুন তোলা আলু দিয়ে তৈরি আলুর দম এবং মুড়ি খান। আর সেই কারণেই এই মেলা পরিচিতি পেয়েছে ‘আলুর দমের মেলা’ নামে।