মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন। এবার জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেলেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen)। রবিবার সকালে অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি প্রতীচিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়।
এদিনই পুলিশি পাহারায় শান্তিনিকেতন থেকে কলকাতা রওনা দেন তিনি। কলকাতা থেকে দিল্লি যাওয়ার কথা তাঁর। বুলেটপ্রুফ গাড়িতে নিয়ে যাওয়া হয় তাঁকে। সড়কপথে তাঁর গাড়ির সঙ্গে ৮টি গাড়ির কনভয় দেখা যায়। পরিবার সূত্রে খবর, ১৬ ফেব্রুয়ারি ফের শান্তিনিকেতনে ফিরবেন তিনি।
সম্প্রতি বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে জমি বিতর্কে জড়িয়েছে অমর্ত্য সেনের নাম। শনিবারই বিশ্বভারতীকে (Visvabharati University) পাল্টা চিঠি পাঠান অমর্ত্য সেনের আইনজীবী। চিঠিতে তাঁর আইনজীবী দাবি করেন, বিশ্বভারতী কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে হবে।
আরও পড়ুন: ভাটপাড়ার ইটভাটায় গুলিবিদ্ধ যুবকের দেহ উদ্ধার, তদন্ত শুরু পুলিশের
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি, বিশ্বভারতীর জমি বিতর্কের মাঝেই বোলপুরে অমর্ত্য সেনের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে জমির নথি দেওয়ার পাশাপাশি, জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার কথাও ঘোষণা করেন।