বাবার নামে জমি ছিল। তাই উত্তরাধিকার সূত্রে তাঁরই প্রাপ্য। এ নিয়ে কোনও বিতর্কের অবকাশ নেই। আমেরিকার উদ্দেশে রওনা হওয়ার আগে এমনই জানালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। শান্তিনিকেতন ছাড়ার আগে জানালেন, কোনও প্রশ্ন থাকলে, তা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে করা হোক।
বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে অমর্ত্য সেনের জমি বিবাদ তুঙ্গে। অমর্ত্য সেনের বাড়িতে দেখা করে এসেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বুধবারই অমর্ত্য সেনকে 'বুড়ো খোকা' বলে আক্রমণ করেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এই আবহে শান্তিনিকেতনের প্রতীচী ছেড়ে আমেরিকা রওনা দিলেন অমর্ত্য সেন।
বৃহস্পতিবার কলকাতা থেকে মুম্বই যাবেন। এরপর আমেরিকার উদ্দেশে রওনা দেবেন তিনি। বৃহস্পতিবার যাওয়ার আগে জানালেন, জমি সংক্রান্ত প্রশ্ন উপাচার্যকে করুন। হেনস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন অর্থনীতিবিদ।