লোকসভা ভোটের পর ফের কেন্দ্রের নতুন সরকারকে বিঁধালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তাঁর মতে, লোকসভা নির্বাচনের মাধ্যমে ভোটাররা বুঝিয়ে দিয়েছেন যে ভারত হিন্দুরাষ্ট্র নয়। এমনকি, বিরোধীদের জেলবন্দি করার বিষয়টি নিয়েও কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেন তিনি।
বুধবার সন্ধে নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন নোবেলজয়ী অমর্ত্য সেন। সেখানে একটি বাংলা বেসরকারি সংবাদমাধ্যমে তিনি বলেন, ভারতবর্ষ যে হিন্দুরাষ্ট্র নয় লোকসভা ভোটে সেই মত প্রকাশ করেছেন ভোটাররা। এমনকি তাঁর মত, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর এবং সুভাষচন্দ্র বসুর এই দেশকে হিন্দুত্বের নিরিখে দেখা উচিত নয়।
কী বলেছেন অমর্ত্য সেন?
তিনি বলেন, "ভারতবর্ষ হিন্দুরাষ্ট্র নয়, ভারতীয় ভোটারদের সেই মতের প্রতিফলন ঘটেছে।" তিনি আরও বলেন, "অনেক খরচ করে মন্দির বানিয়েছে। এর দুটো দিক আছে। একটা হল, ভারতবর্ষকে হিন্দুত্বের নিরিখে দেখা। মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসুর দেশে এটা হওয়ার কথা নয়।"