সবরকমের রাজনৈতিক জমায়েত এড়াতে ভাঙড়ে ১৪৪ ধারা(144 imposted in Bhangar) জারি পুলিশ-প্রশাসনের। ফলে তৃণমূলের পর এবার বাতিল হল সিপিএমের মিছিল। যদিও সিপিএম(CPIM in Bhangar) নেতৃত্বের অভিযোগ, শাসকদলের চাপের কাছে নতিস্বীকার করে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে পুলিশ। যদিও এর মধ্যেই ভাঙড়ের বিভিন্ন এলাকায় মিছিল করে আইএসএফ। মিছিল থেকে দলের একমাত্র বিধায়ক নৌশাদের(MLA Naushad Siddique) মুক্তির দাবি ওঠে।
জানা গিয়েছে, ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকীর(ISF MLA Naushad Siddique)) মুক্তির দাবিতে ঘটকপুকুর চৌমাথা থেকে কাঁঠালিয়া চৌমাথা পর্যন্ত মিছিলের অনুমতি চায় সিপিএম। এই মিছিলে নেতৃত্ব দেওয়ার কথা ছিল দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম(Md. Selim) এবং রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যের(Bikash Bhattacharya)। কিন্তু এলাকার 'শান্তির কথা' ভেবে মিছিলের অনুমতি দেয়নি ভাঙড় থানা(Bhangar Police Syation)। তবে সিপিএমের তরফে অভিযোগ, পুলিশ ১৪৪ ধারা জারির 'অজুহাতে' মিছিলের অনুমতি দেয়নি। শাসকদলই প্রশাসনকে দিয়ে এই কাজ করিয়েছে বলেও সোচ্চার হয় সিপিএম(CPIM in Bhangar)।
আরও পড়ুন- MP Plane Crash: মধ্যপ্রদেশে বায়ুসেনার মহড়ায় দুর্ঘটনা, মাঝ আকাশে ভেঙে পড়ল সুখোই ৩০-মিরাজ ২০০০
এদিকে, পুলিশ সূত্রে খবর, স্পর্শকাতর এলাকা ছাড়াও ১৪৪ ধারা(144 imposted in Bhangar) জারি হয়েছে ঘটকপুকুর(Ghatakpukur Clash Update) এবং তার পাশ্ববর্তী এলাকায়। ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ১৪৪ ধারা জারি থাকবে বলেও খবর।