আজ বিশ্বভারতীতে সমাবর্তন অনুষ্ঠান (Visva-Bharati Convocation) । বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে পৌঁছেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) । রয়েছেন লকেট চট্টোপাধ্যায় ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার । এদিকে, এই সমাবর্তন অনুষ্ঠান বয়কটের দাবিতে পোস্টার পড়েছে বিশ্বভারতী চত্বরে । সেইসঙ্গে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর (Bidyut Chakraborty) বিরুদ্ধে 'গো ব্যাক' পোস্টারও ছেঁয়ে গিয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ।
পোস্টারে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানকে 'রাজনৈতিক' আখ্যা দেওয়া হয়েছে । রাজনাথ সিংয়ের কাছে অনুরোধ জানিয়ে পোস্টারে লেখা হয়েছে, "পাথরবাজা ভি.সি-র থেকে প্রতিরক্ষা মন্ত্রী আমাদের বাঁচান' । আবার কোনও পোস্টারে লেখা, রাজনৈতিক সমাবর্তন বয়কট করা হোক । ইতিমধ্যেই পোস্টারকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে । যদিও, সমাবর্তন অনুষ্ঠান নির্বিঘ্নেই চলছে বলে খবর ।
আরও পড়ুন, Visva-Bharati Convocation: সমাবর্তনে রাজনাথ, প্রাক্তনীদের ঢুকতে 'বাধা', বিশ্বভারতী চত্বরে উত্তেজনা
সমাবর্তন অনুষ্ঠান শেষে শান্তিনিকেতন আশ্রম চত্বরও ঘুরে দেখার কথা রয়েছে রাজনাথ সিংয়ের । দেশের প্রতিরক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর দু’দিনের সফর ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ।
উল্লেখ্য, অমর্ত্য সেনের সঙ্গে জমি বিতর্ক নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছে বিশ্বভারতী । উপাচার্য বিদ্য়ুৎ চক্রবর্তী একের পর এক বিতর্কিত মন্তব্য করে চলেছেন । সমাবর্তন অনুষ্ঠানের আগেই বিস্ফোরক মন্তব্য করেছেন উপাচার্য । সরাসরি আশ্রমিক এবং প্রাক্তনীদের আক্রমণ করেন তিনি । এমনকী আশ্রমিকদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন বিদ্যুৎ চক্রবর্তী ।