আজ, পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক ( easter security zonal council meeting) । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) নেতৃত্বে বৈঠক হবে নবান্ন সভাঘরে । বৈঠকে থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । নিয়োগ-দুর্নীতি থেকে একশো দিনের কাজ, বিভিন্ন ইস্যুতে কেন্দ্র-রাজ্য চাপান-উতোর চলছে । সামনেই আবার পঞ্চায়েত নির্বাচন । এই আবহে মুখোমুখি হচ্ছেন শাহ-মমতা । সেদিক থেকেও এদিনের বৈঠকে নজর থাকছে সব মহলের । প্রশাসনের অনেকের মতে, এই বৈঠক একান্ত ভাবেই প্রশাসনিক।
নবান্নে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে থাকার কথা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবেরও। ওড়িশা থেকেও প্রতিনিধি থাকবেন বৈঠকে । পশ্চিমবঙ্গের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, অর্থসচিব, স্বাস্থ্যসচিব এবং অন্য কর্তারাও থাকতে পারেন । নবান্ন সভাঘরে এই বৈঠককে ঘিরে নানা জল্পনা শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর আলাদা করে বৈঠক হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি । তবে দু’জনেই বৈঠকের শেষে একসঙ্গে মধ্যাহ্নভোজ করবেন বলে জানা গিয়েছে ।
উল্লেখ্য, পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে বিভিন্ন অমীমাংসিত বিষয় মিটিয়ে নেওয়ার জন্য নির্দিষ্ট সময় অন্তর এই বৈঠক হয় । ৫ নভেম্বর এই বৈঠক ডাকা হয়েছিল । কিন্তু স্বরাষ্টমন্ত্রীর ব্যস্ততার জন্য শেষ মুহূর্তে তা বাতিল করা হয় । ১৭ ডিসেম্বর পূর্বাঞ্চলীয় বৈঠকের দিন নির্ধারিত হয় । এই বৈঠকে যোগ দিতে শুক্রবার রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় এসে পৌঁছেছেন ।