মঙ্গলবার বর্ধমান পূর্বে প্রচারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে মঙ্গলবার তিনটি জনসভা যোগী আদিত্যনাথের। আসানসোলের প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার হয়ে খাঁদরা ময়দানে জনসভা করবেন তিনি। এরপর বীরভূমে দেবতনু ভট্টাচার্যের হয়ে প্রচার করবেন তিনি। সিউড়িতে তৃতীয় জনসভা তাঁর। এদিকে জোড়ো জনসভা আছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। উত্তর ও দক্ষিণ মালদায় জনসভা করবেন তিনি। মালদা উত্তরে প্রসূণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার সভা করবেন তিনি। মালদা দক্ষিণে শাহনাওয়াজ আলি রাইহানের সমর্থনে রোড শো আছে তৃণমূল নেত্রীর।
বর্ধমান পূর্বে বিজেপির প্রার্থী হয়েছেন হরিণঘাটার বিধায়ক অসীম সরকার। তাঁর সমর্থনে মঙ্গলবার মেমারির রসুলপুরে সভা করবেন অমিত শাহ। ঠিক ছিল কৃষ্ণনগরেও সভা করবেন তিনি। সোমবার সকালেই রাজ্য বিজেপি জানিয়েছে, সেই সভা বাতিল করা হয়েছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, অন্য কর্মসূচি থাকায় দুটি সভায় সময় দিতে পারবেন না অমিত শাহ।
অমিত শাহ ও যোগী আদিত্যনাথ ছাড়াও রাজ্যে আসছেন দুই কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ও ভি মুরলীধরন। রাজ্যে বিজেপির হয়ে প্রচারে এসে গিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও।