কাশীপুরে বিজেপি কর্মী(BJP worker's death) খুনে কড়া পদক্ষেপ নিল কেন্দ্র। রাজ্যের কাছে রিপোর্ট তলব কেন্দ্রের। শুক্রবার কাশীপুরে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। এর পাশাপাশি তাঁর স্পষ্ট অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যেই অর্জুন চৌরাশিয়াকে হত্যা করা হয়েছে।
কাশীপুরে(Kashipur Murder) মৃত অর্জুন চৌরাসিয়ার বাড়িতে দাঁড়িয়ে অমিত শাহের বক্তব্য, "বিজেপির নেতা অর্জুন চৌরাশিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যে হত্যা করা হয়েছে। গোটা বাংলার যেখানেই যান, রাজনৈতিক প্রতিশোধে হত্যা চলছে। বিরোধী নেতাদের বেছে বেছে খুন করা হচ্ছে। বিজেপি(BJP) এই রাজনৈতিক হত্যার তীব্র নিন্দা করছে। অর্জুনের খুনির কড়া শাস্তি সুনিশ্চিত করব।" শুধু তাই নয়, তাঁর আরও অভিযোগ, তৃণমূলের(TMC) রাজনীতিই হচ্ছে বিরোধী দলের কর্মীদের খুঁজে খুঁজে হত্যা করা।
অমিত শাহের আরও অভিযোগ, একটা ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করছে তৃণমূল। এই হত্যাকাণ্ডের সিবিআই তদন্ত হওয়া উচিত। দেশের কোথাও এত কম সময়ে এত সংখ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়নি আদালত। এর থেকেই বোঝা যাচ্ছে সাধারণ মানুষ ও আদালতের পুলিশের উপরে আস্থা নেই। রাজ্য বিজেপি যে এই ঘটনায় হাইকোর্টের দারস্থ হয়েছে, সে কথাও জানাতে ভোলেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।