পশ্চিমবঙ্গ সফরে এসে বিশেষ নির্বাচনী ম্যানেজমেন্ট টিম তৈরি করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। চার কেন্দ্রীয় নেতাকে এই টিমে রাখা হলেও রাজ্য BJP-র কোর টিম মেম্বারদের অনেকেই স্থান পাননি।
মোট ১৫ সদস্যের ওই কমিটিতে রয়েছেন সুনীল বনশল, অমিত মালব্য, আশা লাড়কা ও মঙ্গল পান্ডে। রাজ্য নেতাদের মধ্যে থাকছেন জগন্নাথ সরকার, অগ্নিমিত্রা পল, লকেট চট্টোপাধ্যায়, দীপক বর্মন, জ্যোতির্ময় মাহাতো, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, অমিতাভ চক্রবর্তী ও সতীশ ধন্দ।
মঙ্গলবার রাজারহাটের একটি পাঁচতারা হোটেলে বৈঠকে বসেন অমিত শাহ। সূত্রের খবর, দলের একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে ওই বৈঠকে। এছাড়াও লোকসভা নির্বাচনের প্রচার কৌশল নিয়েও বেশ কিছু বিষয়ে পরামর্শ দিয়েছেন অমিত শাহ।