কাশীপুরে বিজেপি যুবনেতার মৃত্যুকে কেন্দ্র করে দিনভর উত্তেজনার পারদ চড়েছে বাংলার রাজনীতিতে। এর মধ্যেই কথামতো সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেহালার বাড়িতে নৈশভোজে (Dinner at Sourav's home) যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। অমিত শাহ যাওয়ার ঘন্টা তিনেক আগে থেকেই তাঁর যাওয়ার পথ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হল। করে দেওয়া হয়েছে। সন্ধে সওয়া সাতটা নাগাদ কেন্দ্রীয় মন্ত্রীর সৌরভের (Sourav Ganguly) বাড়িতে পৌঁছে যাওয়ার কথা। সৌরভের মা, স্ত্রী ও দাদাই একমাত্র দেখা করার সুযোগ পাবেন অমিত শাহের সঙ্গে। যাঁরাই দেখা করবেন, তাঁদের যেন করোনার দুটি টিকাই দেওয়া হয়ে থাকে।
আরও পড়ুন: রাজ্যের কাছে রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের, সিবিআই তদন্তের দাবি অমিতের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন, সৌরভের বাড়িতে অমিত শাহ গেলে ওঁকে যেন রসগোল্লা ও কলকাতার মিষ্টি দই খাওয়ানো হয়। এই নিয়ে প্রশ্ন করা হলে বোর্ড প্রেসিডেন্ট বলেন, "হ্যাঁ, দিদি তো বাঙালি, বাংলার ওটাই তো সেরা খাবার, অমিতজি চাইলে রসগোল্লা ও দই খাওয়াব।"
তাঁর বাড়িতে অমিত শাহের নৈশভোজ (Amit Shah dinner) ঘিরে যে জল্পনা তৈরি হয়েছে সেই প্রসঙ্গে এদিন সৌরভ বলেন, "বহু কথা রটে। আমার সঙ্গে বহুদিনের আলাপ। ২০০৮ সাল থেকে। খেলার সময়েও দেখা হত। কিন্তু সেই সময় অত দেখা হত না। কারণ আমি বাইরে বাইরে থাকতাম। এর বেশি কিছু নয়। বহুদিনের আলাপ।" এরপরই বলেন, "আমি ওঁর ছেলের সঙ্গে কাজ করি। এটা সৌজন্য সাক্ষাৎ। উনি নিরামিষাশী, সেই ধরনের খাবারের ব্যবস্থা করা হবে।"