সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly) বাড়িতে নৈশভোজে অমিত শাহ(Amit Shah)। বিসিসিআই সভাপতির বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্য বিজেপি নেতৃত্ব(BJP West Bengal)। নৈশভোজে মহারাজের সঙ্গে এক টেবিলে শাহ, অমিত মালব্য, শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari), স্বপন দাশগুপ্ত(Swapan Dasgupta), সুকান্ত মজুমদার(Sukanta Majumder)। একসঙ্গেই খাওয়া সারেন সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। নিজে দাঁড়িয়ে থেকে গোটা বিষয়টির তদারকি করেন ডোনা গঙ্গোপাধ্যায়(Dona Ganguly)। কার্যত পঞ্চব্যঞ্জন সাজিয়ে অতিথি সৎকারের বিষয়টি দেখভাল করেছেন সৌরভ-ঘরণী।
বিজেপি(BJP) সূত্রের দাবি, অমিত নিজেই সৌরভের বাড়িতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তারপর থেকেই নৈশভোজের(Dinner) জন্য তোড়জোড় শুরু হয়েছিল। তবে প্রত্যাশিতভাবেই এর মধ্যে রাজনীতির রং লাগাতে রাজি নন দু-পক্ষই। কিন্তু না চাইলেও রাজনীতির রং লাগছেই। কারণ, রাজ্যে ২০২১ সালের বিধানসভা(West Bengal Assembly Election 2021) ভোটের আগে বিজেপি যে সৌরভকে ‘মুখ্যমন্ত্রীর মুখ’ হিসেবে বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে অনুরোধ করেছিল, তা কারওরই অজানা নয়।
শাহি ভোজের মেনুতে ছিল ভাত, রুটি, লুচি, বেগুন ভাজা, ডাল মাখানি, আলুর দম, ভেজিটেবল কাটলেট, পনির। শেষপাতে দই, রসগোল্লা, কাজু বরফিও ছিল বলে খবর। রাত ৮টা ৫ মিনিটে সৌরভের(Sourav Ganguly) বাড়ি যান অমিত শাহ। প্রায় ৪৫ মিনিট বিসিসিআই সভাপতির বেহালার বাড়িতে কাটিয়ে, নৈশভোজ সেরে ৮টা ৫০ মিনিটে মহারাজের বাড়ি থেকে বেড়িয়ে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী(Amit Shah)।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী(Mamata Banerjee) আগেই বলেছিলেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রী যদি সৌরভের বাড়িতে যেতে চান, তাতে সমস্যা কোথায়? আমি সৌরভকে বলব, ওঁকে মিষ্টি দই খাওয়াতে!’’ সৌরভ(Sourav Ganguly) নিজেও শুক্রবার জানিয়েছেন নিরামিষাশী অমিতের(Amit Shah) জন্য সেই ধরনের খাবারের ব্যবস্থা থাকছে।