রাজ্যে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah in Bengal) । বেলা ১.১০ মিনিটে অন্ডাল বিমানবন্দরে নামেন তিনি । তাঁকে অর্ভ্যথনা জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পায়ে হাত দিয়ে প্রণাম করতেও দেখা যায় তাঁকে । অন্ডাল (Andal) বিমানবন্দর থেকে সিউরির উদ্দেশে রওনা দেন তিনি । ইতিমধ্যেই বীরভূমে পৌঁছে গিয়েছেন তিনি । সার্কিট হাউজে মধ্যাহ্নভোজনের পর বেণীমাধব স্কুল মাঠে সভা রয়েছে তাঁর । এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচিতে কিছুটা বদল হয়েছে । শনিবারের বদলে শুক্রবারই দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দেবেন তিনি ।
কেন সফরসূচিতে বদল ? জানা গিয়েছে, শনিবার পয়লা বৈশাখ উপলক্ষে মানুষের ভিড় হবে দক্ষিণেশ্বরে । আর তিনি ভিভিআইপি হওয়ায় বাড়তি নিরাপত্তা দিতে হবে । তাতে সাধারণ মানুষের এই গরমে কষ্ট বাড়বে । সেকারণেই সফরসূচিতে বদল বলে খবর । সিউড়িতে তাঁর জনসভা ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে । এদিন, বিবেকানন্দ পল্লীতে জেলা বিজেপি কার্যালয় উদ্বোধন করবেন অমিত শাহ । জানা গিয়েছে, ৪টে নাগাদ হেলিকপ্টারে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । ৫টায় এয়ারপোর্টে নেমে, সোজা যাবেন দক্ষিণেশ্বর । পুজো দিয়ে চলে যাবেন নিউটাউনের হোটেলে । সেখানে দলের নেতৃত্বদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ ।
শনিবার সকালে ব্যক্তিগত কিছু বৈঠক রয়েছে অমিত শাহের । সেগুলো সেরে সাড়ে এগারোটা নাগাদ দিল্লির উদ্দেশে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ।