শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফরসূচিতে বড় রদবদল হল। বিজেপি যুবমোর্চা নেতার রহস্যমৃত্যুর কথা জানতে পেরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে স্বাগত জানানোর কর্মসূচি বাতিল করার নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, কলকাতা বিমানবন্দর থেকে সোজা কাশীপুরে যাবেন অমিত শাহ। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য নেতানেত্রীরাও তাঁর সঙ্গে থাকবেন। উল্লেখ্য, বিজেপি যুবমোর্চার নেতা ২৬ বছরের অর্জুন চৌরাসিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় ইতিমধ্যেই সিবিআই তদন্তের দাবি উঠেছে পরিবারের তরফে। পরিবারের দাবি, এটা আত্মহত্যা নয়, খুন। যদিও, তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ টুইট করে দাবি করেন, এটা আত্মহত্যা বা বিজেপি নিজেই নিজের কর্মীকে খুন করে থাকতে পারে প্রচারের আলোয় আসার জন্য।
বিজেপির সমস্ত কর্মী সমর্থককে কাশীপুরে অর্জুনের বাড়িতে আসার আবেদন জানিয়েছেন উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি কল্যাণ চৌবে।
শুক্রবারই তাঁর অমিত শাহকে অভ্যর্থনা জানাতে পৌঁছনোর কথা ছিল। কাশীপুরে দেহ উদ্ধারে গিয়ে বাধার মুখে পড়ল পুলিশ। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পুলিশের বিরুদ্ধে স্লোগানও দেন তাঁরা। কিছুতেই অর্জুনের দেহ নিয়ে যেতে দেওয়া হবে না বলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসী। এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।