বাগদার ভারত-বাংলাদেশ সীমান্তে শিশুকন্যার সামনেই মাকে গণধর্ষণের অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। এরই মাঝে রবিবার বাগদায় গিয়ে কড়া ভাষায় কেন্দ্রকে তোপ দাগলেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'দিল্লি থেকে এসে অমিত শাহকে এই পটলের খেতে ক্ষমা চাইতে হবে।'
মন্ত্রী ও তৃণমূল বিধায়ক শশী পাঁজা বলেন, "অনেক সময় মহিলাদের নিয়ে বাংলাদেশ থেকে পেরিয়ে আসতে চাইছেন। এটা নিশ্চয়ই অপরাধ। এর শাস্তি অন্যভাবে হয়। কিন্তু এটা তাঁর শাস্তি হতে পারে না। শারীরিক নির্যাতন, তাঁর ছোট বাচ্চার সামনে। এটা কি তাঁর শাস্তি? স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে।"
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে বাগদা সীমান্তের জিতপুর বিওপির পাশে পাট ক্ষেতে এক তরুণীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করেন বিএসএফ-এর ৬৮ নম্বর ব্যাটেলিয়ানের দুই জওয়ান। শুক্রবার বাগদা থানায় গোটা ঘটনার কথা জানিয়ে অভিযোগ জানান নির্যাতিতা। অভিযোগ পাওয়ার পরেই দুই জওয়ানকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ। শনিবার গণধর্ষণ কাণ্ডে ধৃত দুই বিএসএফ জওয়ানকে সাতদিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।