বৃহস্পতিবার দুদিনের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বুধবার আসার কথা থাকলেও শেষ মুহূর্তে পাল্টে যায় তাঁর সফরসূচি। বিধানসভা নির্বাচনে (Assembly Election) ভরাডুবির পর প্রথম রাজ্যে আসছেন অমিত শাহ। রাজ্যে বিজেপির শীর্ষ নেতৃত্বকে নিয়ে অসন্তোষ পুরনো কর্মী সমর্থকদের। রাজনৈতিক মহলের জল্পনা, এই সফরে রাজ্যের বিজেপি সংগঠনের হাল ধরতে কর্মীদের পেপ টক দেবেন অমিত শাহ।
বৃহস্পতিবার রাজ্যে এসেই হিঙ্গলগঞ্জে যাবেন অমিত শাহ। সুন্দরবনের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন তিনি। এরপর সীমান্তরক্ষা বাহিনীর জওয়ানদের সঙ্গে মধ্যাহ্নভোজেও যোগ দেবেন তিনি। এরপরই তাঁর যাওয়ার কথা শিলিগুড়িতে। সেখানে একটি বিজেপির পক্ষ থেকে একটি রোড শো ও জনসভা হবে। রাতে শিলিগুড়িতেই থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ৬ মে, শুক্রবার অমিত শাহ তিন বিঘা এলাকা পরিদর্শনে যাবেন। সেখান থেকে কলকাতায় ফেরার কথা তাঁর।
আরও পড়ুন: অমিত শাহের সফরের আগে জেপি নাড্ডার কাছে রাজ্যের জন্য কড়া অভিভাবক চাইলেন দিলীপ ঘোষ
শুক্রবার কলকাতায় দুটি বৈঠক হওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। পাশাপাশি শুক্রবার দুপুর ২টো নাগাদ রাজ্যের সাংসদ ও বিধায়কদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।
গত ১৬ এপ্রিল রাজ্য সফরে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সেই সফর অনিবার্ষ কারণে বাতিল করা হয়। এরপর ৪ মে রাজ্যে আসার কথা ছিল অমিত শাহের। কিন্তু সেই সূচি বদলে বৃহস্পতিবার দুদিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।