পাখির চোখ লোকসভা নির্বাচন । ২০২৪-এর জন্য কতটা প্রস্তুত বঙ্গ বিজেপি, তা দেখতে দুইদিনের সফরে রাজ্যে এসেছেন অমিত শাহ । সোমবার মধ্যরাতে কলকাতা বিমানবন্দরে নামেন তিনি । মঙ্গলবার ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর । এদিন, সকালে প্রথমেই জোড়াসাঁকোর গুরুদ্বারে গেলেন শাহ । সেখানে তাঁর সঙ্গী ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পালরা । গুরুদ্বারে বিশেষ প্রার্থনায় যোগ দেন শাহ । এর পর কালীঘাটে পুজো দিতে দেখা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ।
বিজেপি সূত্র খবর, এদিন বেলা প্রায় ১১টা নাগাদ হোটেল থেকে জোড়াসাঁকোয় একটি গুরুদ্বারের উদ্দেশে রওনা দেন অমিত শাহ । সাড়ে ১১টা নাগাদ এম জি রোডের ধারে সেন্ট্রাল এভিনিউয়ের ওই গুরুদ্বারে পৌঁছে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । সঙ্গে ছিলেনবিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা । সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল ও কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার । সেখানে প্রার্থনা সভায় যোগ দেন তাঁরা । দেশবাসীর মঙ্গল কামনা করেন ।
গুরুদ্বার থেকে বেরিয়ে তারপর কালীঘাটের উদ্দেশে রওনা দেন শাহ । কালীঘাটে পৌঁছতেই মন্দিরের দু-নম্বর গেটে রেড কার্পেট বিছিয়ে শাহকে অভ্যর্থনা জানানো হয় । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখার জন্য মন্দির চত্বরে উপচে পড়েছে ভিড়। ব্যারিকেড করে ভিড় সামাল দিচ্ছেন পুলিশকর্মীরা। কালীঘাট মন্দিরের প্রবেশের সময় সকলের উদ্দেশে হাত নাড়তে দেখা যায় শাহকে ।