উষ্ণতম মরসুমে রাজনীতি পারদ চড়াতে আজ, শুক্রবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah in Bengal ) । দু'দিনের শাহী সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর । শুক্রবার ও শনিবার কোথায় কোথায় যাবেন, কী কী কর্মসূচি রয়েছে, দেখে নেওয়া যাক ।
শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ বিশেষ বিমানে করে দিল্লে থেকে বাংলার উদ্দেশে রওনা দেবেন শাহ । দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ দুর্গাপুর বিমানবন্দরে পৌঁছবেন । সেখান থেকে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারে করে বীরভূমের উদ্দেশে রওনা দেবেন । বীরভূমে বেণীমাধব স্কুলে শাহের সভা রয়েছে । তার আগে বীরভূমে সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ সারবেন তিনি । দুপুর ২টো ৫ মিনিটে সভা তাঁর । সেখানে দলের জেলা কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শাহ। পাশাপাশি একটি বৈঠকও করার কথা তাঁর । বিকেল ৪টে ৫ মিনিট নাগাদ সভাস্থল ছেড়ে সিউড়ি হেলিপ্যাডের উদ্দেশে রওনা দেবেন । সেখান থেকে কপ্টারে করে কলকাতা বিমানবন্দরে আসবেন । কলকাতার একটি হোটেলে সন্ধে ৬ টা নাগাদ বৈঠক করবেন শাহ ।
আরও পড়ুন, Mamata Banerjee : 'মানুষ যেন আমাকে ভুল না বোঝেন', ধনধান্য অডিটোরিয়াম উদ্বোধনে এসে বললেন মুখ্যমন্ত্রী
শনিবার নববর্ষের দিন শুরু করবেন দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে । সেখান থেকে রওনা দেবেন কলকাতা বিমানবন্দের উদ্দেশে । সকাল সাড়ে ১১টা নাগাদ বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন শাহ । পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে শাহী সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।