দক্ষিণ ২৪ পরগনার কামালগাজির একটি ঠান্ডা পানীয়ের কারখানায় গ্যাস লিক করায় অসুস্থ হয়ে পড়কেন বেশ কয়েকজন কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় দমকল। ওই গ্যাসে দমকলের দু'জন কর্মীও অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে যায় নরেন্দ্রপুর থানার পুলিশ। গোটা এলাকাটি ঘিরে ফেলা হয়েছে।
কামালগাজির কন্দর্পপুর এলাকার ওই ঠান্ডা পানীয়ের কারখানায় সোমবার বিকেলে গ্যাস লিক করে। বিকেল পৌনে চারটের ঘটনা৷ সে সময় কারখানায় বেশ কয়েকজন কর্মী কাজ করছিলেন। তীব্র ঝাঁঝালো গ্যাসে তাঁদের কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। বাকিরা আতঙ্কিত হয়ে দৌড়ে কারখানা থেকে বেরতে শুরু করেন। বেজে ওঠে সাইরেন। পুলিশ এবং দমকলে খবর দেওয়া হয়। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। যে জায়গাটি থেকে গ্যাস বেরচ্ছিল, সেটিকে চিহ্নিত করল জল স্প্রে করা হয়। বেশ কিছুক্ষণ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দমকলের দু'জন কর্মীও অসুস্থ হয়ে পড়েন।