ফের নিয়োগে অনিয়মের অভিযোগ। এবার কলেজ অধ্যক্ষদের নিয়ে। মামলা করা হল কলকাতা হাইকোর্টে। সূত্রের খবর, তন্দ্রিমা চৌধুরী নামে এক জন সহকারি অধ্যাপক তথা অধ্যক্ষপদ প্রার্থীর দায়ের করা ওই মামলার শুনানি হতে পারে চলতি সপ্তাহেই। অভিযোগ, নিয়ম না মেনে যেমন নিয়োগের মেধা-তালিকা তৈরি করা হয়েছে ও অযোগ্যদের ঠাঁই দেওয়া হয়েছে সেই তালিকার শীর্ষে। মেধা-তালিকার শীর্ষে থাকা ব্যক্তিদেরও এই মামলায় যুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, নিয়ম না-মেনে যেমন নিয়োগের মেধা-তালিকা তৈরি করা হয়েছে এবং অযোগ্যদের ঠাঁই দেওয়া হয়েছে সেই তালিকার শীর্ষে। মেধা-তালিকার শীর্ষে থাকা ব্যক্তিদেরও মামলায় যুক্ত করা হয়েছে। কলেজের অধ্যক্ষ নিয়োগের ফল প্রকাশ করেছে কলেজ সার্ভিস কমিশন। নিয়োগ দুর্নীতির তদন্তের মাঝেই রাজ্যের গ্রামাঞ্চলের কলেজগুলিতে অধ্যক্ষ নিয়োগ করছে রাজ্য। রাজ্যজুড়ে ৯০টির বেশি কলেজে অধ্যক্ষ নিয়োগের মেধাতালিকা প্রকাশও করেছে কমিশন। এর মধ্যেই উঠে এলো এই অস্বচ্ছতার অভিযোগ।