নিউ জলপাইগুড়ি স্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক সেনা জওয়ান। জানা যাচ্ছে, ট্রেলারের ট্যাঙ্কে কতটা জল আছে মাপতে গিয়েই ঘটল ভয়াবহ দুর্ঘটনা। জল মাপতে গিয়ে ওভারহেড স্পর্শ করে ফেলেন আর তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হন ৫-৬ জন জওয়ান। ঘটনায় মৃত্যু হয় এক জনের, গুরুতর জখম বাকিরা। তাঁদের তড়িঘড়ি ভর্তি করা হয় রেল হাসপাতালে। একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
JP Nadda: নজরে পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচন, নদিয়া সফরে আসছেন নাড্ডা
ঘটনাস্থলে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন রেলপুলিশের আধিকারিকরা। এসেছে রেল সুরক্ষাবাহিনীও। সূত্রের খবর, ওই ট্রেলারটি করেই জওয়ানদের একটি ব্যাটালিয়নকে নিয়ে যাওয়া হচ্ছিল। NJP-তে ট্রলারটি থামতেই ঘটে বিপত্তি। ঘটনার পর পাঁচ নম্বর প্ল্যাটফর্ম ঘিরে রেখেছে সেনাবাহিনীর জওয়ানরা ওই প্লাটফর্মে কাউকে যেতে দেওয়া হচ্ছে না ঘটনাস্থলে রয়েছে আরপিএফ এবং জিআরপি।