বিজেপির (Bjp) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিরুদ্ধে এফআইআর (Fir)। ডায়মন্ড হারবার (Daimond Harbour) থানায় এই এফআইআর দায়ের করা হয়েছে। এমনকী অভিযুক্তের কড়া শাস্তির দাবিও করা হয়েছে। কিন্তু কেন দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের হল ? অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেয় করার চেষ্টা করেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।
দিন কয়েক আগে ডায়মন্ড হারবার থানার খানিক দূরের এক পেট্রোল পাম্প থেকে উদ্ধার হয়েছিল এক পুলিশ কর্মীর দেহ। শিবপুরের বাসিন্দা সমীর দাসের দেহ উদ্ধার ঘিরে শুরু হয়েছিল রহস্য। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি ছিল দুর্ঘটনায় মৃত্য়ু হয়েছে ওই পুলিশ কর্মীর। দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ পুলিশের বক্তব্য আসার আগেই তিনি সোশাল মিডিয়ায় সরব হয়েছিলেন।
এবং সেখানেই তিনি মমতা এবং অভিষেককে হেয় করেন বলে এফআইআরে অভিযোগ করা হয়েছে। কারণ, ডায়মন্ড হারবার মডেলকে কাঠগড়ায় তুলে দিলীপ ঘোষ অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের রাজ্য়ে পুলিশও সুরক্ষিত নয়।
দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ডায়মন্ড হারবার টাউন তৃণমূলের সভাপতি ও স্থানীয় কাউন্সিলর অমিত সাহা।