নামমাত্র টাকার জন্য প্রাণ গেল এক চাষির। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নানুরের হারমুড় গ্রামে। দাদাকে বাঁচাতে গিয়ে জখম হয়েছেন মৃতের ভাই। এই ঘটনায় গ্রেফতার ৪।
জানা গিয়েছে, বীরভূমের নানুর থানার হারমুড় গ্রামের বাসিন্দা মৃত শেখ শাহনাওয়াজের একটি ট্রাক্টর আছে। সেই ট্রাক্টর দিয়ে তিনি গ্রামবাসীদের জমি চষার বরাত নেন। সেইমতো দিন কয়েক আগে ওই গ্রামেরই শেখ শাহজাহান, শেখ তারু, শেখ জামিরদের বীজতলাতে ট্রাক্টর দিয়ে চাষ করেন তিনি। অভিযোগ, চাষ করার জন্য শেখ শাহনাওয়াজের সঙ্গে ৬৭৫ টাকা দেওয়া চুক্তি হয়েছিল অভিযুক্তদের। কিন্তু ৬০০ টাকা দিলেও ৭৫ টাকা দেয়নি শেখ শাহজাহান, শেখ তারু এবং শেখ জামির। তারা জানিয়ে দেয়, ৬০০ টাকার বেশি এক পয়সাও তারা দেবে না।
আরও পড়ুন- Malda Bus Accident: মালদায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে স্কুলবাস, আহত প্রায় ১৫ পড়ুয়া
এই বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরেই শাহনওয়াজের সঙ্গে বচসা চলছিল নূর ও শাহজহানের। অভিযোগ, শুক্রবার রাতে শেখ শাহনাওয়াজের ভাই শেখ সদাই মসজিদে নমাজ পড়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় দু’জনকে প্রকাশ্যে রাস্তায় লাঠি, চেলা কাঠ দিয়ে মারধর করা শুরু হয়। শেখ সদাই পালিয়ে যায়। তবে শেখ শাহনাওয়াজ পালাতে পারেননি। অভিযুক্ত দুই জমি মালিক এবং তাঁদের কয়েক জন বন্ধু ইট, বাঁশ দিয়ে মারধর করেন শাহনওয়াজকে। গুরুতর জখম হন তিনি। আক্রমণে মাথা ফেটে যায় মৃতের ভাই শেখ সদাইয়ের। শুক্রবার রাতেই গুরুতর আহত অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতাল আনার পথেই মৃত্যু হয় শাহনওয়াজের।