দীর্ঘ আইনি লড়াইয়ের ইতি। অবশেষে স্বপ্নপূরণ। ববিতার চাকরিতে যোগ দিলেন অনামিকা বিশ্বাস রায় (Anamika Biswas Roy)। বৃহস্পতিবার জলপাইগুড়ির রাজগঞ্জের হরিহর উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকা পদে যোগ দেন তিনি। এদিন সকাল পর্যন্তও মেল পাননি।
অবশেষে মধ্যশিক্ষা পর্ষদের মৌখিক নির্দেশেই নিয়োগপত্র পাওয়ার এক দিনের মাথায় খাতায় সই করে শিক্ষকতায় যোগ দিলেন অনামিকা। চাকরিতে যোগ দিয়ে প্রথম দিনেই তিনি জানালেন, চাকরির জন্য যারা রাস্তায় আন্দোলন করছেন তাঁদের ইচ্ছেও দ্রুত পূরণ হবে।
শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি পেয়েছিলেন ববিতা সরকার। কিন্তু ববিতা সরকারের অ্যাকাডেমিক নম্বর ত্রুটিপূর্ণ থাকায়, তাঁকে আদালতের নির্দেশে চাকরি দেওয়া হলেও তা ফিরিয়ে নেয় আদালত।
আরও পড়ুন - পুজোর বাজারে বাদ সাধবে বৃষ্টি! কী বলছে হাওয়া অফিস?
এরপর চলতি বছর মে মাসেই ববিতার চাকরি অনামিকা রায়কে দেওয়ার নির্দেশ দেয় আদালত। সেই মতোই বৃহস্পতিবার সকালে স্কুলে যোগ দেন অনামিকা। পর্ষদের মেলের অপেক্ষা করছিলেন তিনি। মেল পাননি। তাঁকে ফোন করেই যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয় পর্ষদের তরফে।