রামপুরহাট গণহত্যা-কাণ্ডে (Rampurhat Genocide Case) গ্রেফতার হওয়া তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আনারুল হোসেনকে (Anarul Hossain) ১৪ দিনের পুলিশ হেফাজতের (police custody) নির্দেশ দিল রামপুরহাট আদালত।
বৃহস্পতিবার দুপুরে বগটুই (Bagtui) গ্রামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আনারুল হোসেনকে গ্রেফতার করার নির্দেশ দেন। তার ঘণ্টা দু'য়েকের মধ্যেই তারাপীঠ (Tarapith) থেকে গ্রেফতার হন আনারুল। শুক্রবারই তাঁকে আদালতে পেশ করা হয়। আদালতে ঢোকার মুখে আনারুল দাবি করেন, গ্রেফতার নয়, তিনি আত্মসমর্পণ করেছেন।
Anis Khan Death: ফিরহাদকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান, আনিস খানের বাড়ির সামনে থেকে ফিরতে হল মন্ত্রীকে
শুক্রবারই বগটুই কাণ্ডের তদন্তের ভার সিবিআইয়ের হাতে তুলে দেয় কলকাতা হাই কোর্ট। একই দিনে রামপুরহাট ১ নম্বর ব্লক সভাপতি আনারুল হোসেনকে। তাঁকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় রামপুরহাট আদালত। সূত্রের খবর, আদালতে সরকারি আইনজীবী এবং আনারুলের আইনজীবী, দু’পক্ষের সওয়াল শোনার পর বিচারক আনারুলকে ১৪ দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।