ভরদুপুরে বর্ধমান স্টেশনের উপর একটি বিশালাকার লোহার জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে। ব্যস্ত স্টেশনে গুরুতর আহত হন অসংখ্য যাত্রী, খবর মিলছে মৃত্যুরও। স্টেশনের দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝে বিশালাকার জলের ট্যাঙ্ক পড়তেই একটি শেড ও ভেঙে পড়ে। অসংখ্য যাত্রী তার নিচে অপেক্ষা করছিলেন। কী করে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক।
Security Breach In Parliament: সংসদ চত্বরেই আটক প্রতিবাদীরা, 'মাস্টারমাইন্ড' কে, তদন্তে দিল্লি পুলিশ
রেল সূত্রে খবর, ১৩৩ বছরের পুরনো ওই জলের ট্যাঙ্কটি ব্রিটিশ আমলের। প্রায় ৫৩ হাজার গ্যালোনেরও বেশি জল ধরে। অভিযোগ দীর্ঘদিন সংরক্ষণ নেই। রঙের প্রলেপ পড়ত নিয়মিত। পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার আমনদীপ অকুস্থল ঘুরে দেখে জানান, ট্যাঙ্কটি ভেঙে পড়তেই জলের বিরাট তোড়ে শেড ভেঙে দুর্ঘটনাটি ঘটে।