হামরো পার্টিকে সরিয়ে দার্জিলিং পুরসভার (Darjeeling Municipality) দখল নিল অনীত থাপার নেতৃত্বাধীন জোট। তৃণমূলকে সঙ্গে করেই আস্থা ভোটে জয়ী। বুধবারের আস্থা ভোটে গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার কাউন্সিলররা অংশ নেননি। ছিলেন না জনমুক্তি মোর্চার কাউন্সিলররাও। ৩২টি আসনের পুরসভায় ১৬টি ভোট পেয়ে পুরসভার দখল নিল জোট।
যদিও এই আস্থা ভোটের ফল মানছে না হামরো পার্টি। সূত্রের খবর, আস্থা ভোটকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন তাঁরা। এদিকে আগামী সপ্তাহে কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন অনীত থাপা।
আরও পড়ুন: পড়ুয়াদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ, নির্বাচন নিয়ে বিবৃতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের
অজয় এডওয়ার্ডের নতুন দল হামরো পার্টির উত্থান শুরু হয় ৯ মাস আগে। পাহাড়ে তিন মাসের মধ্যে ৩২ আসনের মধ্যে ১৮টি আসন পেয়ে দার্জিলিং পুরসভার দখল নেয় হামরো পার্টি। সম্প্রতি জিটিএ নির্বাচনে অনীত থাপার দল জয়ী হওয়ার পর সমীকরণ ফের পাল্টাতে শুরু করে। হামরো দলের ৬ জন কাউন্সিলর গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় যোগ দেন।