মাত্র কয়েক মাস আগেই পুলিশের দ্বারস্থ হয়েছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah Universuty) ছাত্রনেতা প্রয়াত আনিস খান। তাঁর প্রাণহানি হতে পারে, এই মর্মে থানায় অভিযোগ করেছিলেন তিনি। অভিযোগ, তার পরেও কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। কেন এই নিষ্ক্রিয়তা? প্রশ্ন তুলছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের মৃত ছাত্রনেতা আনিস খানের পরিবার। পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ এনেছেন তাঁরা।
আনিসের বাবা ছেলের খুনের রহস্য উদঘাটনে সিবিআই তদন্তের দাবি করেছেন। তাঁর মতে, রাজ্য পুলিশ সঠিক তদন্ত করবে না। অন্যদিকে পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলার তদন্ত শুরু করছে পুলিশ (West Bengal)।
আরও পড়ুন: Anis Khan: আনিস হত্যায় 'ষড়যন্ত্র' দেখছেন ফিরহাদ, সরকারকে আক্রমণ সেলিম, শুভেন্দুর
রবিবার সকালেই আনিসের বাড়িতে তদন্তের জন্য আসে আমতা থানার পুলিশ। তখনই এলাকার মানুষ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। তাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন। এদিন আনিসের বাড়িতে যান এসএফআই নেতারা।