ভাইয়ের মৃত্যুর ঘটনায় সিবিআই (CBI) তদন্ত চাইলে শেষ করে দেওয়া হবে তাঁদের। এমনই হুমকি ফোন পেলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) মৃত ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) পরিবারের সদস্যরা।
আনিসের দাদা সাবির খান জানিয়েছেন, প্রাণনাশের হুমকি ফোন সত্ত্বেও তাঁরা সিবিআই তদন্তের দাবি থেকে সরবেন না। কারণ, রাজ্য পুলিশ (West Bengal) যে সিট বা বিশেষ তদন্তকারী দল (SlT) গঠন করেছে, তাতে তাঁদের আস্থা নেই।
বুধবারও আনিসের আমতার বাড়িতে যান সিটের সদস্যরা। আনিসের বাবা সেলিম খানের সঙ্গে কথাও বলেন তাঁরা। কিন্তু তিনি সিবিআই তদন্তের দাবিতে অনড় থাকেন। সবমিলিয়ে আনিস হত্যার তদন্ত ঘিরে এখনও বরফ গলার কোনও ইঙ্গিত নেই।
আনিস খানের বাড়িতে এদিন যান ম্যাজিস্ট্রেট মাসদুল হক। সরকার সিট গঠনের পাশাপাশি বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে। ম্যাজিস্ট্রেট জানান, তিনি রিপোর্ট দেবেন।