পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরপরই তৃণমূল হুমকি দিয়েছে আমতার ছাত্রনেতা আনিস খান খানের মেজোদাদা সামসুদ্দিন খানকে। এমনই অভিযোগ আনিস খানের বাবা সালেম খানের। নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর দাবি করলেন তিনি। বুধবার এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন সালেম খান। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
সালেম খান বলেন, পুলিশ, নির্বাচন কমিশন ও মহামান্য আদালতের কাছে নিরাপত্তার জন্য আবেদন জানিয়েছি। পঞ্চায়েত নির্বাচনে সামসুদ্দিন আমতা ২ নম্বর পঞ্চায়েত সমিতির ৪১ নম্বর আসন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সালেম খানের অভিযোগ, দুষ্কৃতীরা তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তিনি জানিয়েছেন, তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঠিকঠাক প্রচারেও যেতে পারছেন না। ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিও জানান তিনি।